নীতিমালার পরিবর্তন চাই
প্রথমে আমি আরিফুর রহমান, আমির ভাই এবং মিন্টু ভাইকে অভিনন্দন জানাচ্ছি।
আমি সম্পাদক সাহেবের নিকট আমার কিছু অভিযোগ পেশ করছি। গত দীর্ঘ একমাস যাবত আমি চলন্তিকার সাথে ছিলাম। দীর্ঘ এক মাসে আমি চেষ্টা করেছি চলন্তিকাকে কিছু দিতে। কতটুকু দিয়েছি তা আমি জানি না। দীর্ঘ এক মাসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমি অনেকগুলো নীতিমালা বিরোধী কাজ- সম্পাদক ও অন্য ব্লগারদেরকে করতে দেখেছি। যা আমাকে অবাক করেছে। নিম্নে আমার অভিযোগগুলো পেশ করছি।
১. কথা ছিল প্রতি মাসের শেষ দিন সেরা প্রদায়কের পুরষ্কার ঘোষণা করা হবে কিন্তু গতকাল দেখলাম তার উল্টাটা। একদিন বাকী থাকতেই পুরষ্কার ঘোষণা করা হলো কেন?
২. রাজনৈতিক লেখা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এখানে একাধিক রাজনৈতিক লেখা আমি লক্ষ্য করেছি। গতকাল ‘‘এ দল বিদল’ নামে একটি রাজনৈতিক লেখা প্রকাশ হয়েছে। এ লেখাটি রিমুভ করা হয়নি বরং যারা এ লেখায় যারা মন্তব্য করেছে তাদের মন্তব্য রিমুভ করা হয়েছে কেন?
৩. সর্তকতা ছিল বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে কিন্তু আমি কোথাও ইংরেজিতে মন্তব্য না করা সত্ত্বেও গতকাল আমার প্রায় ২৫০ পয়েন্ট কর্তন করা হয়েছে কেন?। যার মধ্যে আমি কথা আর কাজের কোন মিল খুঁজে পেলাম না।
৪. প্রথম পাতায় একই লেখকের একাধিক লেখা থাকতে পারবে না মর্মে ঘোষণা থাকলেও অনেক লেখক একাধিক লেখা লিখছেন কিন্তু সম্পাদক সাহেব মাঝে মাঝে তা দেখছেন না কেন?
৫. কোন কারণ দর্শানো ছাড়া আমার অনেক পয়েন্ট কর্তন করা হলো কিন্তু এ হোসাইন মিন্টু ভাইয়ের কোন পয়েন্ট কর্তন করা হলো না কেন? যদি এটি একই পোষ্টে একাধিক মন্তব্যের কারণে হয়ে থাকে তাহলে এটা কি?
বি:দ্র: এ ধরনের দ্বৈত নীতি পরিহার করুন অথবা নীতিমালার পরিবর্তন করুন ।