তুমি আমার সাথে এমন কেন করলে আজ
তোমার ঠোঁটে মেশাতে ঠোঁট-
করে দিলে দূর… বল্লে সরো,
হায় হুতোশ আর চেচা-মেচি
লোক জনেরা দেখে ফেলবে;
সেই অযুহাতটাই ধরো ।
তুমি আমার সাথে এমন কেন করলে আজ
তোমার ঠোঁটে মেশাতে ঠোঁট-
বার বার বল-থু থু ফেল্লে যে,
নাকি আমি তোমার কাছে