নাই বা হলাম দেশের আমি কেউ
কিন্তু দেশ-ই আমার সব
আমার অতীত বর্তমান ভবিষ্যত্
স্বপ্ন কল্পনা ও বাস্তব ।
আমার কাছে দেশ মানে মায়ের স্নেহ বাবার শাসন
আমার কাছে দেশ মানে সাত-ই মার্চের অগ্নিঝরা ভাষণ
আরও আছে ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি
হাসি কান্না বেদনা অশ্রু সম্প্রীতি,
নাই বা