আজ তোমার কথা বারে বারে
কেন মনে পড়ে?
আজ আমার দুচোখ জুড়ে কেন
অশ্রু শুধুই জড়ে?
কষ্টের স্মৃতি গুলো মনের আয়নায়
বারে বারে কেন ভেসে ওঠে?
মনের বাগানে গোলাপ কেন
শুকনো,মলিন হয়ে ফোটে?
ভাঙাচুরা এই হৃদয় কেন
আজ নতুন করে ভাঙে?
মনের ক্যানভাসে আজ রং-তুলি
কেন রাঙায় কষ্টের নীল রঙে?
তোমার জন্য