একদিন তোমার জন্যেই – অজ্ঞ, কবিতা বুঝে না
এক নারী, ছিল আমার প্রেমিকা –
তাকে ছাড়িয়া এসেছি, যেমন নদীও
গভীর প্রেমিক শৈবাল ও নুড়ি ফেলে আসে পিছে।
আমিও তো সাগরে পৌঁছুতে চাই।
লক্ষবার তাকে ও তোমাকে এক সূত্রে
বাঁধিতে চেয়েছি – ছিলো চেষ্টা নিরন্তরঃ
এখন প্রেমিকা নেই