আজ মন ভালোবাসার বৃষ্টি ঝরাবে
আকাশের নীল জল দিগন্ত ছুঁয়ে
তোমার হৃদয়ে হারাবে-
শূন্য পৃথিবীর বুকে ভালোবাসার ঘর বাঁধবে।
দুচোখের সীমানা ছুঁয়ে তুমি আসবে
হৃদয়ের সব বিষন্নতা মাড়িয়ে
আমি সুখের চাদরে জড়াবো তোমাকে।
আজ স্বপ্নরা ভিড় করবে দুচোখে
প্রকৃতির সব বিষন্নতা শেষ হবে কবে?
সব ভালোবাসা জমা থাক তোমার