মোরা দু’জন
চলো যাই, চলো যাই
অচেনা এক শহরে,
পদ্ম ঘাঠ পেরিয়ে,
বহু গ্রাম ছারিয়ে,
নতুন এক শহরে,
মোরা দুজন চলে যাই।
যেথায় থাকবে না বাধা
যাব মোরা সেথা।
আর আসলে আসুক বাধা
আমাদের থাকবেনা কোন ভয়,
সব কিছুকেই করব জয়
গাইব জয়ের গান
শান্ত হবে তোমার আমার প্রাণ।।