কাণ্ড দেখে বিড়ালছানার, রাগে খালি ঘামছি
থাপড় দিলাম আস্তে করে, ওমনি দিল খামছি
খাবার বেলা মেঁ মেঁ করে, প্লেটে দিবে হাত
ইঁদুর ধরার নাম নেই, ঘুমিয়ে কাটায় রাত
ভীষণ পাজি বিড়ালছানা, থাকবে ফাঁকে ফাঁকে
একটুখানি আদর দিলে, গুড়গুড়িয়ে ডাকে
ভাবছি এখন এই ছানাকে, ক্যামনে দেবো বিয়ে
হাতে