Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ভেজা গগন ছুঁয়ে আসিলাম

অভ্যস্ততার শীতল আহরণ,

অঙ্গ ঘিরে শীতল বলয়

অনলেও হয় না দহন।

হিমাংকের মেরু প্রান্তর জমাট বেঁধেছে

কঠিন জলের নিশ্চলতা,

নত শিরে প্রণাম করে

অহংকারী সূর্যদেবতা।

এসো না  কখনো নৈকট্যে

সিনায় সিনায় করিতে আলিঙ্গিত আদর,

জমে যাবে শীতল পরশে;

মূর্তির ন্যায় নিথর।

আগ্নেয়গিরির উতপ্ত লাভা

শীতলতার ছোঁয়ায় বনে কঠিন প্রস্তর,

পরগাছাও

॥ শাহীনের অপরাধ বোধ ॥

বন্দী জীবনের হাজারো দুর্ভাবনার মাঝেও শাহীনের দৃঢ় বিশ্বাস, সে একদিন মুক্ত হবেই। সেতো কোনো অপরাধ করেনি। তাহলে এ বয়সে কেনো সে অপমৃত্যুর শিকার হবে ; অথবা আজীবন বন্দী জীবন-যাপন করবে? আবার তার মনে

একদিন রাজা ও মন্ত্রীর মধ্যে কথা চলছিল।
রাজা: তোমার জীবনে কি কোন আশ্চার্যচূর্ণ ঘটনা আছে?
মন্ত্রী: হ্যাঁ, আছে। আমি একবার দশ দিন না ঘুমিয়ে থেকে ছিলাম।
রাজা: কিভাবে?
মন্ত্রী: হুজুর, দিনে না ঘুমাই, সারা রাত তো পরেই রয়েছিল। রাতে ঘুমিয়েছি।

রবিন ছোট এক কম্পিউটার ব্যবসায়ী। নরসিংদী সরকারি কলেজের পিছনে একটি দোকান ভাড়া নিয়ে কম্পিউটারের টাইপের কাজ করে। দিনে দুই তিনশত টাকার কাজ করে। এ থেকে দোকান খরচ বাদে যা আয় হয় তা দিয়ে কোন মতে তার সংসার পরিচালনা

পর্ব-১৮
নির্বাচনী প্রচারণা চালিয়ে মজনু ও মতিন সড়ক ধরে বাড়ি ফিরছে। মাঝ পথে এসে মতিন হঠাৎ বলল, ভাইজান একটা কথা বলব ?
মজনু বলল, বল।
একেবারে খালি হাতে ভোট চাইতে ভালো লাগে না।
খালি হাতেই চাইতে হবে।
হতাশার স্বরে মতিন জিজ্ঞস করল, কেন ভাইজান ?

মজনু

গতকাল যখন এদিক ওদিক মেঘ ভেঁসেছিল আকাশে,
শরীরটা তখন কাঁপছিলো শন শন বাতাসে ।
তোমার কথা খুব গভীরভাবে পড়েছিল মনে,
আকাশে ছিলনা চাঁদ তাঁরা ছিলনা গগণে ।

মেঘ ভেঁসে গিয়ে এসেছিলো বৃষটি;এসেছিল ঝড়,
মনের মাঝে তুমি বঁধূ হয়ে এসেছিলে; আলোকিত করে স্বপ্নের ঘর ।
তুমি বসে

আমার প্রথম বেলা
পুড়ল অভাবে।
পরের টি অভোধে ।
বাকি রইল শুধু দেহ পোড়া কয়লা।
আমার প্রথম বেলা।

যখন বুদ্ধি হীন
আমি লোক বলহীন,
আমার কাটে বেলা
আমার প্রথম বেলা ।

আমার দরকার টাকা
চারদিক ফাকা,
অভাবে কাটে বেলা ,
আমার প্রথম বেলা।

ম্যাচ বাসা, ফকিরাপুল।
১৪/০৭/২০১৩

মা যে আমার পরম পাওয়া
এ জগতের আলো,
মা যে আমার ফুলের হাসি
সবচেয়ে ভালো।

মা যে আমার নির্মল সুনীল
আকাশের শুভ্র তারা,
মা যে আমার শান্ত সবুজ
শীতল ঝর্ণা ধারা।

মা যে আমার প্রদীপ শিখা
ধরনীর বুক চিরে।

মা যে আমার

সবুজ ঘাসে ছাওয়া ছিল

তার সারাটা গাঁ

হঠাৎ করেই হারিয়ে গেল

আমায় দিয়ে ঘাঁ।

 

লাল টুকটুকে ঠোট খানি তার

ডাকতো আমায় নানা

সারাটা দিন ঘরটায় যেন

সুর দিত তার হানা।

 

পাখি তো নয় লক্ষ্মী ছিল

ঘরটা আলোয় জ্বেলে

যেদিকে যাই সাথেই যেত

যাদুর পাখনা মেলে

 

আম পেঁয়ারা জাম খেত খুব

খেত কথার লাজ

অচেনা

॥ কিভাবে অপহৃত হয় কামাল ॥

একদিন স্কুল ছুটি শেষে বাড়ির দিকে আনমনে হেঁটে যাচ্ছিলো কামাল। একটি মাইক্রো দাঁড়িয়েছিল পথের পাশে। কামাল মাইক্রোটির দিকে এক নজর দেখে পাশ কেটে চলে যাচ্ছিলো। মাইক্রোতে বসা একজন লোক তাকে ইশারায় কাছে ডেকে

go_top