এই দুনিয়ায় একেক জনের
একেক রকম মত
রুচি-চাওয়া সবি ভিন্ন
ভিন্ন চলার পথ।
Top today
বাউল ধরণের গান করা যাবে
=============
ভালোবাসা বন্ধু তোর-নীল খামের চিঠি
খামের মাঝে দেখি ঐ- রঙ্গীন প্রজাপতি
রংধুনর হারাল বন্ধু -জনম স্বাদের দৃষ্টি
হারাল হারাল পাঁজর শীতল গড়া পাঠি-
আজো পেলামনা বন্ধু তোর-চরণ ধুলির
মাটি- বন্ধু তোর-চরণ ধুলির মাটি।।
ফুর ফুরিয়া উড়ে বেড়ায়-ঐনা কাশবনের গায়
সেথায় নাকি চিরবাড়ি-যাহার