॥ গ্রাম ছেড়ে শহরে ॥
সানিয়া একদিন আবদূল করিমকে বলেন শহরে গিয়ে দেখতে, একটা চাকরি-টাকরি ঠিক করতে পারেন কি না। আবদুল করিমও মনে মনে এমন চিন্তাই করছিলেন। সানিয়ার মনোভাবও এমন দেখে, পরদিনই তিনি ইঞ্জিনের নৌকায় চড়ে নরসিংদী শহরের উদ্দেশ্যে
বাবা আমার সুখে দুখে
কত আদর করে,
তাহার কথা মনে হলে
অশ্র“ ঝরে পড়ে।
অসীম আলোর পথ দেখাতেন
বাবা আদর করে,
তখন কি যে খুশি হতাম
প্রাণটি যেত ভরে।
ছোট বেলা বাবা তোমায়
কত যে ভয় পেতাম,
সকাল সাঁঝে তোমার কথায়
পড়তে বসে যেতাম।