এক যে ছিল দেশ। সেই দেশ ছিল প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর। সেই প্রাকৃতিক প্রাচুর্য সম বন্টনের জন্য দরকার ছিল অনেক গাড়ী। অনেক গাড়ী যেহেতু দরকার। সেই গাড়ী চালানোর জন্য প্রয়োজন ছিল অনেক চালক। গাড়ীতো আর যে সে চালাতে পারবে না। তার
Top today
তোমাকে দেখিলে ওগো
আমি হই পুলকিত,
তোমাকে ছুঁয়ে আমি
হই গো উত্তেজিত।
তোমাকে আমার করিবার
করি কত কৌশোল,
হস্তগত করিবার লাগি
যত হিংস্র ছোবল।
তুমি আমার;শুধু আমার
একান্তই আমার,
বৈধ-অবৈধ যাই হোক
আর কেহ নয় তোমার।
শয়নে-স্বপনে-রাত্রি যাপনে
তুমি চিন্তা-চেতনায়,
লাভার মত ফুটতে থাকি
তোমাকে ছোঁয়ার নেশায়।
তুমি চির যৌবনা
চির কর্মক্ষম,
ম্লান হয় না তোমার জৌলুস
তৃপ্ত কর
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।
শিয়রে তার সূর্ এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।
নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল