Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বালিকার শরীরে তখনও কাঁচা ঘ্রাণ–

কচি ধান,সবুজ সতেজতা

বাতাসের সাথে সে হেলে দোলে

হাসে খেলে–

জানে না কো আসন্ন সে পথ

কাঁকড় পাথর নুড়িতে শানিত–

সেখানে কঠিন চামড়ার ঘামে

অমানুষ সংক্রামক বুভুক্ষা !

 

কতবার চৈত্রের খরায়

তার ম্লান আলোক ক্ষয়িত শরীরে

বর্ষা হুতাশ জাগবে–

দীর্ঘ শ্বাসে জেগে উঠবে

আপন পোড়া মাটি গন্ধ

আমি ভুলতে চেয়েছি তোমাকে
কিন্তু ভুলতে পারি না,
কেন যে ভুলতে পারি না?
তাও বলতে পারি না।

আমি অন্যকে নিয়ে ভাবতে চেয়েছি
কিন্তু ভাবতে পারি না,
কেন যে ভাবতে পারি না?
তাও বলতে পারি না।

আমি হাসতে চেয়েছি
কিন্তু হাসতে পারি না,
কেন যে

আমার স্বপ্ন কী সত্যি হবে ?

যে স্বপ্ন দেখেছি আমি আলোকিতো দিনে ,

এ স্বপ্নের মানে আমি জানিনা

শুধু জানি ভালবাসি ;

সে ভালবাসার শেষ নেই

যেমন শেষ নেই নদীর……

যেমন শেষ নেই সাগরের……

তেমনী আমার ভালবাসার ও শেষ নেই

এ ভালবাসার কথা জানেনা কেউ আমি বিনে ।।

আমি ভাবি

রয়েল মামা বয়েল জামা হলদে গায়ে গলে।
দশ বারোটা গোশ পরোটা জলদি খেয়ে বলে,
আকাশ কুসুম বুদ্ধি ঝেড়ে রবিন হতচ্ছাড়া-
ঢিসুম ঢাসুম রদ্দি ছাড়ে অভিজ্ঞতা ছাড়া !

রাম ছাগুলে লোকটা ছিল ধাপ্পা-কুঁড়ে-বেকার।
শ্যাম পাগলে নোকতা দিল গপ্পো-ছড়া লেখার।
পায় না কিছু, লেখার ইস্যূ- বসে বাঁদর গোনে।
সে

 

 

অনিকট বাতায়নে দেখিয়া কাহারও মুখ

সেই প্রথম ঠাহরিত হইল হারাইবার সুখ

চার মিলিয়া দুই হইল অপলক নয়ন

নিবিড় ঠোঁট ব্যক্ত করিল গভীর আলাপন ।

 

ছিল না ভয় ভীতি জাগতিক নিয়মের ক্ষোভ

দুইজন দুইজনার হৃদকূপে দিলাম ডোব ।

পরাধীনতার শিকল ভেঙ্গে গড়ে ওঠা স্বাধীন বাংলাদেশের কবিতাঙ্গনে এক ঝাঁক তরুণ কবির আবির্ভাব ঘটে। একটি স্বাধীন সার্বভৌম ভূখন্ডে মানুষ পেয়েছে নিজস্ব সংস্কৃতি চর্চার অবারিত প্লাটফর্ম। আর এই সুযোগে এক ঝাঁক তরুণ কবিদের ছোঁয়ায় বাংলা কবিতায় ফিরে পেয়েছে নতুন

পরীক্ষা শুরু হয়ে গেল। আমরা প্রশ্নপত্র পেয়ে খাতায় লিখতে শুরু করেছি মাত্র। এরই মধ্যে কয়েকজন স্যার অস্থিরভাবে জনে জনে গলা খাটো করে বলতে লাগলেন, “কি রে, পরীক্ষা যে শুরু হয়ে গেল, মনির তো এখনও আসেনি। তার কি কোনো সমস্যা-টমস্যা হলো

মানবতা, মানবিকতা, বিশ্বাস, ভালোবাসা-এখন বদলে যাচ্ছে এসব কিছু। প্রতিবাদ করার ক্ষমতা হারিয়ে নামমাত্র বেঁচে থাকা আমাদের জীবন। এসব হতাশার মাঝেও মনে হয় সকলে চাইলে হয়তো সম্ভব সুন্দর সমাজ ও সোনালী বাংলাদেশ গড়ার। প্রয়োজন সৎ উদ্দেশ্য, সৎ চিন্তা-চেতনার। অতি ভোগ বিলাসের

# আকাশের বুকে চাঁদ থাকে
তারা থাকে তার সাথে
আমি বন্ধু মিস কল দেবো
কল দিও রাতে।

# জিপি’র ব্যালেন্স হলো শেষ
কথার এখনও রয়ে গেলো রেশ।
বাংলা লিংক,সিম নাম্বার টু
মারলাম তাতে দ্রুত একটু ঢুঁ।

# নতুন প্যাকেজের
ছিলো এয়ারটেল
ব্যালেন্স ছিলো পুরো
করিনি কিন্তু ফেল।

তোমার আকাশ চাই।
যদি বিনিময় হয়ও আমার দু‘ডানা।
তবুও তোমার আকাশ চাই।
উড়তে চাওয়া নয় আমার প্রার্থনা।
ভাবছ কি আমায় বোকা?
এ কেমন তর আবদার।
আমি শুধু তোমার আকাশ চাই
চাইনি তো উড়ার অধিকার।
আমি সংযত সংযম;
উড়তে চাওয়ার লোভ করি সংবরণ।
আমার হৃদয়ের সমাধিতে
আমার অন্য চাহিদা করেছি দাফন।
একটাই শুধু

go_top