Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

অতঃপর একদিন সেই গাংচিল

: | : ০১/০৮/২০১৩

কতদিন ভেবেছি একদিন গাংচিল হয়ে

এই ঢেউ তোলা নদীর বুকে

ছুঁয়ে যাবো জলাধার – শিকারের খোঁজে

উড়ে যাবো, একদিন পানকৌড়ির মতন

ডুব দিয়ে গভীরে মায়াজালে,

স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে- একদিন

অতঃপর ঠিক যেন ফিরে আসি

এই গুল্মের ঝোপ- মেটে শালিকের ছানা

বিকেলের শেষে মিঠে রোদ ,

মিশে যায় হঠাৎ – শ্যাওলার মতন ভেসে

গায়ে মাখা চিত্রার জল।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top