Top today
আমার পুরষ্কার ও কিছু কথা
দীর্ঘ একমাস যাবত আমি চলন্তিকার সাথে আছি এবং নিয়মিত লিখে আসছি। ইতিমধ্যে আমাকে সেরা প্রদায়ক ও সর্বোচ্চ মন্তব্য কারী হিসেবে পুর®কৃত করা হয়েছে। এ জন্য সম্পাদক সাহেবের নিকট আমি কৃতজ্ঞ। এ পুরষ্কার আমাকে সাহিত্যের প্রতি আরো একধাপ আগ্রহ বাড়িয়ে দিয়েছে। এ পুরষ্কার পাওয়ার পেছনে আমার সাথে আমার পাঠকরাও সহযোগিতা করেছে। তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল।
আপনাদের সকলের সুস্বাস্থ্য, চলন্তিকার দীর্ঘায়ু কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।