Top today
তোকে নিয়ে পদ্য
ভিঞ্চি তোকে দেখেনি আর দেখেনি এন্জেলো;
বেচারাদের কপাল খারাপ তোর কি এলো গেলো ?
ইচ্ছে মতো আঁকবো তোকে গড়বো মনের মতো
কূল পাবেনা মোনালিসা,ডেভিড শত শত !
ভিঞ্চি তোকে দেখেনি আর দেখেনি এন্জেলো;
বেচারাদের কপাল খারাপ তোর কি এলো গেলো ?
ইচ্ছে মতো আঁকবো তোকে গড়বো মনের মতো
কূল পাবেনা মোনালিসা,ডেভিড শত শত !