Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পয়েন্ট বণ্টন ও সেরা লেখক নির্বাচন পদ্ধতি [সকল লেখক/প্রদায়ক কে পড়ার জন্য অনুরোধ]

: admin | : ০১/০৮/২০১৩

পয়েন্ট বণ্টন পদ্ধতি-

১। প্রতি পোস্টের জন্য ১৫ পয়েন্ট

২। প্রতি মন্তব্যের জন্য মন্তব্যকারী পাবেন ১ পয়েন্ট এবং যার লেখাতে মন্তব্য করা হবে তিনি পাবেন ১ পয়েন্ট। ধাঁধা / কৌতুক পোস্ট করা কিংবা সেসব পোস্টে করা মন্তব্যের জন্য কোন পয়েন্ট দেওয়া হবে না। ঐসব পোস্টের মন্তব্য সমূহ মাস শেষে মুছে দেওয়া হবে আর মুছে যাওয়া প্রতিটা মন্তব্যের জন্য মন্তব্যকারীর ৫ পয়েন্ট কাটা যাবে। আমরা এই জাতীয় পোস্টে মন্তব্য করাকে নিরুৎসাহিত করছি।

৩। একবার লগইন ও লগআউট করার মাঝের সময় ন্যূনতম ৩ ঘণ্টা হলেই পাবেন ৩ বোনাস পয়েন্ট।

৪। প্রতি মন্তব্য মুছে দেবার জন্য ৫ পয়েন্ট কাটা যাবে

৫। Alexa.com এ চলন্তিকা নিয়ে review comment করলে ১০০ পয়েন্ট, এটি মাসে একবার। review comment করার জন্য চলন্তিকা পরিসংখ্যান এর like our site  এ ক্লিক করে Alexa.com এ গিয়ে কমেন্ট করুন। তারপর ইমেইল এর মাধ্যমে mahkbd@gmail.com এ সম্পাদককে জানান। পরবর্তী মাসে যদি আবার ১০০ পয়েন্ট পেতে চান তবে নতুন একটি ইমেইল ঠিকানা থেকে Alexa.com এ মন্তব্য করতে হবে। মন্তব্যের শেষে অবশ্যই আপনার নাম লিখে দিবেন, তাহলে সহজেই আপনাকে নিশ্চিত করা যাবে।

৬। যদি কেউ ২/১ শব্দে মন্তব্য করেন আর সেটা যদি বার বার হয় এবং যদি প্রমানিত হয় যে পয়েন্ট এর জন্য মন্তব্য হচ্ছে তবে সেটা মুছে দেওয়া হবে।

৭। বাংলার পরিবর্তে ইংরেজিতে মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে।

৮। অযৌক্তিক মন্তব্য করলে ৫ পয়েন্ট কাটা যাবে। আপনারা সবাই বেশি বেশি লিখুন, সুন্দর ও গঠনমূলক মন্তব্য করুন।

 

সেরা লেখক / লেখা নির্বাচন পদ্ধতি  

১। লেখাটি অবশ্যই চলন্তিকাতে প্রথম প্রকাশিত হতে হবে। অন্য ব্লগে কিংবা মাধ্যমে এর ৩০ দিন পরে প্রকাশিত হতে পারে। তবে চলন্তিকার পর যেখানেই ওই লেখা প্রকাশিত হোক না কেন সেখানে চলন্তিকা ব্লগের লেখাটির লিঙ্ক দিয়ে দিতে হবে, অথবা লেখার শেষে “এই লেখাটি ইতিপূর্বে চলন্তিকা ব্লগে প্রকাশিত হয়েছে” লেখা থাকতে হবে।

২। প্রতি মাসের ২৫ তারিখের দিকে সেরা লেখাগুলোর তালিকা দেওয়া হবে। তালিকা দেওয়ার ৬০ দিন পর ওই তালিকা থেকে সেরা লেখাটির নাম প্রকাশ করা হবে। সহজে বলা যায়, জানুয়ারি মাসের সেরা লেখার নাম জানা যাবে মার্চের ৩০ তারিখের মধ্যে।

৩।  চলন্তিকা সাহিত্য পদক বিবেচনার জন্য ভবিষ্যতে শুধুমাত্র প্রতিমাসের প্রাপ্ত সেরা লেখগুলোকেই হিসাবে নেওয়া হবে। যদি কোন লেখা আমাদের শর্ত ভঙ্গ করে তবে সেটি চলন্তিকা সাহিত্য পদক বিবেচনা থেকে বাদ যাবে। আর কোন লেখকের ১০টি লেখা যদি বাদ যায় তবে সেই লেখক কখনই চলন্তিকা সাহিত্য পদকের জন্য বিবেচিত হবেন না।

৪। কেউ যদি এই ক্যাটাগরিতে অংশ নিতে চান তবে তার সে লেখাটি প্রকাশ হবার সাথে সাথে সম্পাদককে mahkbd@gmail.com এ মেইল করে জানিয়ে দিতে হবে। যে কেউ চাইলে একাধিক লেখার জন্য একাধিক মেইল করতে পারেন।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top