Top today
বৃষ্টির দিনে
পূব আকাশে মেঘ জমেছে
বৃষ্টি এল ঐ
আজি খুঁজি শুধু তোদের
বন্ধুরা সব কই?
গাছ গাছালির সবুজ ঘাসে
চুপ চাপ বৃষ্টি নামে
সকাল দুপুর সাঝে
যেন রিমঝিম খুবুর নূপুর বাজে।
খালবিল থই থই
টলমল করে নদী
আজ খুব মজা হত
মাঝি হতাম যদি।
ভাটিয়ালী গান গেয়ে
পাল তোলা নায়
তোদের নিয়ে যেতাম ওপার
ঐ সবুজের গাঁয়।
ছায়া ঢাকা মায়া মাখা
ওপার থেকে ফিরে আসতাম ফের এপারে
খেয়া ঘাটের তীরে।।