ঈদ হলো ধনীর হাসি গরীবের কান্না, হাসি খুশীর এই দিনে বয়ে যায় বন্যা।
ঈদ হলো ফিরনি পায়েশ হরেক রকম পিঠা, কোরমা, পোলাও জর্দা, সেমাই খেতে লাগে মিঠা।
ঈদ হলো নতুন জামা আতর মাখা মুখ, নামাজ পড়ে মিলাই আমরা বুকের সাথে বুক।