Top today
”একা”
মানুষের ভীড়েও মানুষ একা
মানুষ তুমি একা বড্ড একা।
তোমার কিছু স্বপ্নতে তুমি একা
কিছু ইচ্ছাতে তুমি একা,
হেথায় নেই তোমার সখি-সখা,
নিভৃতে তোমার মাঝে মরুর খাঁখাঁ
ইচ্ছায়-অনিচ্ছায় বরণ করেছ একাকিত্ব,
রাখোনি ওয়ারিশ-রাখোনি অংশীদারিত্ব।
আপনার মাঝেই দুই সীমান্তের মধ্যবর্তী নিষিদ্ধ ভূমি,
নিষিদ্ধ অনুপ্রবেশ-নিরব শূন্য জমি।
কিছু ভাবনাতে;কিছু চিন্তা-চেতনায় একা
কিছু সুখের-কিছু দুঃখের গলিতে একা।
মানুষ তুমি একা কিছু গোপন মানসিক বিকৃতিতে
কিছু সুশীল গোপন অস্তিত্বে।
মানুষ তুমি একা-বড্ড একা,
তোমার মাঝেই তোমার অদৃশ্য সীমান্ত রেখা।