Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

নেশাখোর চোর

: | : ০২/০৮/২০১৩

ww

দিন দুপুরে হাবুল মিয়ার
উঠল ভীষণ নেশা
ফারাম গেটে করল চুরি
ছিল না তার পেশা।এসপি সাবের হাত ঘড়িতে
যেই না দিল থাবা
পুলিশ ধরে পিটন দিতেই
বলছে বাবা! বাবা!!

পিটন খেয়ে বলছে হাবু,
‘পা ধরে স্যার কই,
নেশায় পরে করছি এসব
আমি তো চোর নই’।

‘উঠলে নেশা হুস থাকে না
তাই তো করি চুরি,
ধরা পরলে সবাই পিটায়
সাথে লাথি গুড়ি’।

‘গাঁজার নেশায় অন্ধ আমি
যতই পিটান স্যার
এক পুড়িয়া গাঞ্জা দিবেন,
জীবন বাঁচেনা আর’।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top