Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বর্ষার রূপ

: | : ০২/০৮/২০১৩

কালো  মেঘে  সহসা
ঢেকে  যায়  আকাশটা
শুরু  হয়  গগনে
অনন্ত  বর্ষা।
টুপটাপ  বৃষ্টির
রিনি  ঝিনি  ছন্দ
সাথে  আছে  কদমের  অপরূপ  গন্ধ।
আজ  কেউ  নেই  বাহিরে
সবার  দরজা  বন্ধ।
প্রকৃতি  ও  আজ  রূপ  সে  ওঠে  যেতে
যেন  অনন্ত  কালের  চিরযৌবন।
ঘাস  ফুল  কাশফুল  কলমি  লতায়
রিমঝিম  সুর  ঝংকার  কলমি  লতায়
রিমঝিম  সুর  ঝংকার  তুলে  ঐ  বৃষ্টি
চির  যৌবন  এই  বর্ষায়।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top