Top today
বর্ষার রূপ
কালো মেঘে সহসা
ঢেকে যায় আকাশটা
শুরু হয় গগনে
অনন্ত বর্ষা।
টুপটাপ বৃষ্টির
রিনি ঝিনি ছন্দ
সাথে আছে কদমের অপরূপ গন্ধ।
আজ কেউ নেই বাহিরে
সবার দরজা বন্ধ।
প্রকৃতি ও আজ রূপ সে ওঠে যেতে
যেন অনন্ত কালের চিরযৌবন।
ঘাস ফুল কাশফুল কলমি লতায়
রিমঝিম সুর ঝংকার কলমি লতায়
রিমঝিম সুর ঝংকার তুলে ঐ বৃষ্টি
চির যৌবন এই বর্ষায়।