Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

এ জীবন ভরা শুধু কান্নায়

: | : ০৩/০৮/২০১৩

আমার সাধেরা,
সখেরা,
সবাই বিদায় নিল
দুখের তাড়ায়,
এ জীবন ভরা শুধু কান্নায় ।

আমার সুখেরা,
শান্তিরা,
সবাই বিদায় নিল
কষ্টের তাড়ায়,
এ জীবন ভরা শুধু কান্নায় ।

আমার চাওয়ারা
পাওয়ারা,
সবাই বিদায় নিল
না পাওয়ার তাড়ায়,
এ জীবন ভরা শুধু কান্নায় ।

আমার সপ্নরা
আশারা,
সবাই বিদায় নিল
ব্যর্থতার তারায়
সবাই বিদায় নিল
এ জীবন ভরা শুধু কান্নায় ।

আব্দুল্লাপুর,
১৫/০৭/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top