Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

“করিনি অভিযোগ”

: | : ০৪/০৮/২০১৩

ভালবাসা’র যে পেয়ালা’তে দেবার কথা

প্রেমের মাতাল সুরা।

অন্ধ বিশ্বাসে আমি পান করেছি

ছিল তা বিষে ভরা।

তবুও চুমুকে চুমুকে পান করেছি

করিনি এতোটুকু ওজর।

শিরায় শিরায় আজ বিষের প্রতিক্রিয়া

গুনছি মৃত্যু প্রহর।

করিনি কোথাও এতোটুকু অভিযোগ

কারো আদালতে দেইনি ধর্না।

নিজের কর্মফল ধরে নিয়েছি তা

নিজেই করেছি নিজের নিন্দা।

 

মই ধরে তুলে দিয়েছিলে মগডালে

তরতর করে উঠেছি বিশ্বাস ধরে বাজী।

হঠাৎ নিম্নে তাকিয়ে দেখি

কোথাও নাহি পেলাম মই খুঁজি।

 

জানি না কোন্‌ খায়েশ ছিল তোমার?

কি যে ছিল তোমার গোপন মর্জি?

ফিরে চাওয়ার লায়েক মনে করনি

শুননি আমার করুণ আর্জি।

 

হৃদয়ের লগ্নি খুঁয়ে নিঃস্ব আমি;

আমি সর্বশান্ত সওদাগর।

জমজমাট সময়ের স্মৃতিচারণ করে

কাটছে একাকীত্বের প্রহর।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top