Top today
সবাইকে ঈদের শুভেচ্ছা
প্রিয় ব্লগার বন্ধুগণ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভাল আছেন। আমি এই ব্লগে নতুন। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে নিয়মিত লিখতে পারি। ইতোমধ্যে আপনারা অনেকেই ঈদ করতে গ্রামের বাড়ীতে রওয়ানা দিয়েছেন। অনেকে আবার বাড়ীতে যাওয়ার জন্য পুস্তুত হচ্ছেন। যারা এখনও বাড়ীতে যাননি তাদের উদ্দেশ্যে বলছি। বাড়ী যাওয়ার পূর্বে একবার নিজের ঘরের দরজা জানালা চেক করে নিন। সবগুলো দরজা ঠিকমত লাগাইছেন কিনা চেক করে নিন। গ্যাসের চুলা নিভানো কিনা চেক করে নিন। বৈদ্যুতিক সকল সুইচ অফ কিনা চেক করে নিন। সবকিছু ঠিকঠাক মতো হলে তাহলে নিশ্চিন্তে ভাল একটি তালা লাগিয়ে বাড়ীতে যান। আপনাদের জন্য আমার পক্ষ থেকে শুভ কামনা রইল। আশা করি ঈদের পর সহিসালামতে ফিরে আসবেন।