Top today
সুশিক্ষা
শিক্ষা হয় হরেক রকম
মন্দ এবং ভালো ,
শিক্ষা দিয়ে দূর করা যায়
অজ্ঞতারই কালো।
শিক্ষা আনে ন্যায়ের পথে
বাড়ায় মনের আলো ।
শিক্ষা জানায় কোনটি যে ঠিক
কোন পথটা কালো ।
মন্দ পথে চলতে শেখে
করতে থাকে ভুল ,
কুশিক্ষাই উপরে ফেলে
মানুষ নামের মূল।
শিখেই হয় মহামানব
শিখেই হয় ভন্ড,
শিক্ষা নয় , সুশিক্ষাই
জাতির মেরুদন্ড।