Top today
স্বর্থের দাস
নশ্বর পৃথিবীতে আসল বন্ধু পাওয়া দুষ্কর
নিতে গেলে পুরোপুরি
দেবার বেলায় মুখভারী
সুযোগ পেলেই বুকে মারে বিরহের খঞ্জর,
এইখানে বিনা লাভে কেউ কারও হয়না আপন
বন্ধু হওয়া তো দূরের কথা
বিনা স্বার্থে সালাম দিতেই কৃপণ ।
বন্ধু নামের তিন অক্ষরে কি যে সূধা ঢালা
টিকে থাকলে অমৃত
ভেঙে গেলেই জ্বালা,
অর্থের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া সবি যেন ভুল
স্বার্থের জন্যে হানাহানি
স্বার্থের লাগি টানাটানি
কাটা কিংবা ফুল ।
বন্ধু নামের এই বাজারে
সবাই স্বার্থের দাস
স্বার্থের জন্য বন্ধু বন্ধুর করে সর্বনাশ
এখন বন্ধু হতে আসলে কেহ
বলি দূরে থাক
ভয় জাগে আবার যদি এই অঙ্গে
মেখে দেয় কালিমারি দাগ,
বন্ধুত্বের ঐ দরজায় ঝুলিয়েছি তালা
আসুক যতই শুভাকাংখী
আর দেবো না মালা ।