Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

থামা হল না

: | : ০৫/০৮/২০১৩

থামা হল না।
মো: ওবায়দুল ইসলাম।

সেই শুরু করলাম –
দশ বছর বয়স থেকে;
আর থামতে পারলাম না।
ছয়টি ভাই বোন, তার উপর
চাল আছে তো , ডাল নাই
ডাল আছে তো , নুন নাই;
এভাবেই শুরু করলাম।

না খেয়ে না পরে।

নৌকা আমার তীরে ভিরল।

সবাইকে দাড় করিয়ে দিলাম
যথা স্থানে; যথা ভাবে।

আশায় বুক বাধলাম –
এবার হয়তো থামব।
কিন্তু না !

নৌকা যখন মাঝ নদীতে ছিল
তখন, যাত্রী ছিল শান্ত। এখন
নৌকা তীরে , যাত্রী অশান্ত।
আমাকে ভেঙ্গে ভেঙ্গে ,
চুর্ন বিচুর্ন করে খেতে লাগল।

আমার নৌকা তীরেই ডোবারই পালা ,
আমি আর থামতে পারলাম না।

তেজগাও রেল স্টেশন, ঢাকা।
০৫/০৮/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top