Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দিকভ্রান্ত সভ্যতা

: | : ০৫/০৮/২০১৩

দিকভ্রান্ত সভ্যতা

আহমেদ ফয়েজ

Sovvota

ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু আলোড়নে আলোকিত হতে চায়
দেয়ালে লেগে থাকা দৃশ্য;
মাটির কলস-হাত পাখা-পাতিলের ছিকনাই
মেঝেতে আলপনা আঁকা কার্পেট আর-
অতি যত্নে অবহেলার গ্রামোফোন
এ যেন দিকভ্রান্ত-পরিশ্রান্ত শকুন।

ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু ওয়ালমেটের মত সেটে আছে একতারা
লালন ফকির-কবিগুরুর ছবি-
যত্নে গড়া দেয়ালের ভেতর
মাটির ফুলদানিতে কৃষ্ণচূড়া-কদমের সুবাতাস
দিচ্ছে অনায়াসে সংস্কৃতিবানের আশ্বাস।

অন্তরে-মিথ্যাচারে পথভ্রষ্টতা, আর যত্ন করে
বেড়ে উঠেছে ভিন চিন্তা-
ভিন সংস্কৃতি প্রতিষ্ঠার জ্যান্ত অসভ্যতা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top