Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

বন্ধু চলে এসো জ্যোছনা ফুরাব

: | : ০৫/০৮/২০১৩
উৎর্সগ: ‘বন্ধু দিবস’ উপলক্ষে ‘প্রিয় বন্ধু মাইনুল স্মরণে’
================== + ============
বন্ধু চলে এসো জ্যোছনা ফুরাব
আজ দিবা আলোয়- গগন জুড়ে
দেখি রঙ্গীন মেঘের ঘন নীল-
নিশিপ্রহর ধরে ঝিঝি পুড়া দেখি ঐ
চাঁদ তারার মিটিমিটি করছে বিল।
নীল তারার মাঝে বন্ধু আমার
করে যেন ঝিল মিল- শিশির ভেজা
ঘাষ দুলছে দেখ,কৃষ্ণচূড়ার পাপড়িতে
ভরে গেছে লাল-পং্খিরাজ হয়ে
উড়ে আসো আজ অথবা কাল।
যমুনার স্রোতের সাথে দু’জনার হবে
কথোকথপন-বন্ধু মোর চলে এসো-প্রেমে
বাঁধা আছে শিরি যত যত্ন-এ পৃর্ণিমায়
জ্যোছনা ফুরাব-বন্ধু চলে এসো আজ।লেখার তারিখঃ ০৪/০৮/১৩

======================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top