Top today			
			“মৃত অনুভূতি”
সাপুড়ের দেহে সর্প দংশন
 তবু অকার্যকর বিষের যাতন।
 নিত্য সহনশীল পাথুরে হৃদ
 নড়ে না তব নিশ্চল ভিত।
 পক্ষীর বিষ্ঠা কাকতাড়ুয়ার ঘাড়ে
 ঘেন্নার শুচিবাই নাহি আসে তেড়ে।
 স্থির-অবিচল মরা কাঠ।
 মৃত অনুভূতির তপস্যার পাঠ।
 ক্ষোভের পেরেকের নিষ্ঠুর ঘাঁ
 নিশ্চুপে নিরবে হজম তা।
 বাতাসের চাবুক-পালের অঙ্গ
 নাহি প্রতিবাদ নাহি রণ ভঙ্গ।
 সারা দেহে তাহার ক্ষত চিহ্ন
 কেহ তব নাহি কহে তাহারে ধন্য।
 নিরবে নিভৃতে শুকনো রোদন
 কাহারো বা পুছিবার সময় কখন?
 একাকী গোপনে আত্ম ফোঁড়ন
 নিত্যকার নিয়ম মেনে নিরস স্মরণ।
