Top today
এমন যদি হতো
এমন যদি হতো
ওরাও যদি আমার সাথে কোরমা পোলাও খেতো
ওরাও যদি নতুন জামা
কলার খানা একটু টানা
ওরাও যদি গাড়ি ঘোড়ায়
একটু সওয়ার হতো –
কেমন হতো ওরাও যদি
আমার সাথে বসতো গদি
ধুলো বালি ছেড়ে-
আমার সাথে এক টেবিলে
ইচ্ছে মতো পেট ফুলিয়ে
খেতাম মজা করে