Top today
আনন্দের বার্তা
প্রতিটি ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা
আমি তাতে খুঁজে পাই একরাশ মুগ্ধতা
ত্রিশটি রোজাই হল এ খুশির অনন্য স্রষ্টা।
গরিব–দুঃখী– খেটে খাওয়া মেহনতি মানুষের
কন্ঠে শুনি– রহমত, বরকত, মাগফিরাতের ধ্বনি।
আল্লাহ মহান, আমায় করেছে তিনি উত্তম দান
ঝরনার সুললিত বারিধারায় মাহে রমজান।