Top today
চিরকুট
শুনেছি, আমাকে
সামনে চেয়েছো তুমি।
বেশি না, মাত্র একশ’ বছর পর
দাঁড়াবো একাকী তোমার সামনে এসে।
ভেবোনা সুপ্তি
অল্প সময়টুকু
চোখের পলকে
এমনিতে কেটে যাবে।
অগ্নিবরণা,
অপেক্ষা করে থাকো।
এখন আমার
নিদারুণ ব্যস্ততা……
তুমি যে গোপনে
আমাকেই ভালোবাসো,
এ খুশি আমার
সারাটা পৃথিবী জুড়ে
পরমানন্দে রাষ্ট্র করছি আমি।
একশ’ বছরে
এই কাজটুকু সেরে
একছুটে এসে
কখন যে ছুঁয়ে দেবো..
টেরই পাবেনা
চমকে ওঠার আগে !