Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

হায়রে সাধের দিনগুলা

: | : ১১/০৮/২০১৩

আইছিরে আইছি, ঈদ কইরে আইছি
গ্রামের বাড়ি ঈদ কইরে, কীযে মজা পাইছি!

তোমরা কোথায় ঈদ করেছ, শহরে না গাঁয়ে
কেমন করে বাড়ি গেলা, বাস-ট্রেনে না পা-এ

একটু করে কও না শুনি, একটু করো শেয়ার
নাকি আমি ছোটো বলে, কেউ করো না কেয়ার

এই যে দেখো মেন্দি হাতে, আলতা পায়ে লালে লাল
চোখে-মুখে চুমকি দিলাম, মশকরাতে গালে গাল

ইলিক-ঝিলিক-চিলিক মেরে, ছুটাছুটি করেছি
সবাই মিলে ফূর্তি করে, প্রজাপতি ধরেছি

এমনি করে ঈদ কেটেছে, হায়রে সাধের দিনগুলা
অনেক স্মৃতি মনের ভেতর, সহজে কি যায় ভোলা

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top