Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সাগর দেখতে যাবো

: | : ১২/০৮/২০১৩

সেই কবে থেকে পুষে রাখা সাধ
অবসরে বসে দেখা দিবাস্বপ্ন
আমি সাগর দেখতে যাবো।
অথচ পারিনি।
জীবন যুদ্ধে নেমেছি
ভাইকে পড়াতে
দুঃখিনী বোনের বিয়ে দিতে
মায়ের মুখে হাসি দেখতে
বাবার বাতের ওষুধ যোগাতে
আমার তো কিছু সাধ এখনো মেটেনি
তবু প্রত্যাশার শেষ নেই-
আমি সাগর দেখতে যাবো।
প্রতিদিন বসের ধমক খাই
বাসার বাজার করি
গরুর খাদ্য যোগাই
তিন দিনের নাস্তা বাঁচিয়ে
বসের মেয়ের জন্য চকোলেট কিনি
সারা দিন কাটে তাঁর বাসার কাজেই
রাত জেগে অফিসের কাজ
শুধু বসকে দেখাতে
আমি নিবেদিত প্রাণ !
যেন কাজ ছাড়া অন্য কোন স্বপ্ন নেই
মনে মনে ভাবি
একদিন বস খুশি হবে
প্রমোশন হবে
বেতনও বেড়ে যাবে
সে সময় সাগর দেখতে যাবো।

প্রতি রাতে যে টুকু সুযোগ মেলে
প্রাণ ভরে কেবল ঘুমাই।
(ক্লান্ত দেহে না ঘুমিয়ে পারি?)
ঘুমুবার আগে সাগরকে বলি,
সাগর, অপেক্ষা করো: এই তো এলাম বলে
তোমার উদ্দাম বুকে কান পেতে
হৃদয়ের কথাগুলো শুনে যাবো….
ঝিনুক কুড়াবো….
অকারণে ক্লান্ত হবো
ঢেউ গুনে গুনে……
আমি এক হয়ে যাবো
তোমার নুন ভরা ঢেউয়ে
একাকার হবো..!
অতঃপর ভোর হয়-
চোখ মেলে দেখি
অফিস,বাজার,বসের ধমক
তবু নির্দ্বিধায় ছুটি আর ভাবি
একদিন
সাগর দেখতে যাবো…………………………………… !

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top