আপনার লেখা ফেসবুকে শেয়ার করুন আর নিয়ে নিন ৫ বোনাস পয়েন্ট
প্রিয় লেখক বন্ধুরা
চলন্তিকাতে আপনাদের পদচারনাতে আমরা ধন্য। ইতিমধ্যে আমাদের প্রায় ২০০ জন লেখক বন্ধু এখানে একত্রিত হয়েছেন। আমরা চাই আমাদের সবার লেখা যেন ছড়িয়ে পড়ে সর্বত্র। আর তাই আপনারা আপনাদের লেখা প্রকাশ হবার সাথে সাথে সেটা ফেসবুকে, টুইটারে আর প্রিয় বন্ধুদের মেইল করে দিন। এতে আরও অধিক বন্ধুরা আমাদের লেখা পড়তে পারবে।
আপনাদের লেখা ছড়িয়ে দেবার জন্য আমরা পয়েন্ট দিয়ে আপনাদের উৎসাহ দিচ্ছি। এখন থেকে চলন্তিকাতে কোন লেখা প্রকাশ হবার পর সেটা যদি আপনি লেখার নীচে Share on Facebook এর মাধ্যমে শেয়ার করেন, একই সাথে ফেসবুকের চলন্তিকার পেজে লিঙ্ক শেয়ার করেন আর সেটা mahkbd@gmail.com এ সাথে সাথে লেখাটির লিঙ্ক দিয়ে মেইল করে জানিয়ে দেন তবে তার জন্য ৫ পয়েন্ট করে বোনাস পাবেন। মেইল অবশ্যই লেখা প্রকাশ হবার দিনই করতে হবে। প্রতিটা লেখার জন্য লেখক একবার করে এই পয়েন্ট পাবেন।
আসুন, আমরা আমাদের লেখা ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করি।
বিনীত
সম্পাদক