Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“বিশ্বাসের আয়না’’

: | : ১৩/০৮/২০১৩

ভেঙ্গে গেছে বিশ্বাসের আয়না

ছিন্ন হয়েছে ভরসার গাঁথুনি।

চিড় ধরেছে আস্থার ফ্রেমে

ম্লান হয়েছে শ্রদ্ধার চাহনি।

মেজেতে গড়াগড়ি খায়

অজস্র অপরিণত প্রতিচ্ছবি।

অগণিত ভাঙ্গা টুকরোগুলোর

তুচ্ছ তাচ্ছিল্য-ই কেবল দাবি।

ডাস্টবিনের হা করা মুখ

টুকরোগুলোর শেষ আশ্রয়।

শোবার ঘরের শোভা নয় আর

নয় আর আদুরে প্রশ্রয়।

তবুও স্মৃতির মায়ায় ছুঁয়ে দেখতে গিয়ে;

বাস্তবতার ধারালো খোঁচা।

রক্ত ফোঁটার নির্মম বিসর্জন;

যাতনা উপযুক্ত সাজা।

জোড়াতালি’র বৃথা শ্রম;

সময়ের তেতো তিরস্কার।

তাগাদা দেয় বাস্তবতার ঝাড়ু

অতিসত্তর যেন পরিস্কার।

ভেঙ্গে গেছে যে আয়না

হারিয়ে গেছে তার উপযোগ।

বল না তবে কি ফায়দা?

ভাঙ্গা আয়নাতে বৃথা মনোযোগ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top