Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

“মিথ্যে আগুনের ছায়া”

: | : ১৫/০৮/২০১৩

এসো নোনা জলসিঁড়ি ধরে

পড়ে নিও দু’নয়নের অব্যক্ত কথামালা।

হৃদয়ের ক্ষরিত সাদা রক্ত;

দু’নয়নে এসে করে বিষম জ্বালা।

অনল দহনে পুড়েছে স্বপ্ন বাগিচা;

ছাইয়ের বিছানা হৃদয় শ্মশান।

শোকের পাথর বুকে বেঁধেছি

গোপনে নিভৃতে কাঁদে পরান।

বিরহ যাতনায় একাকী জ্বলি

কেবল সঙ্গী অন্ধ আঁধার।

নিরাকার প্রশ্নের বোঝাই কাঁধে;

গগন ছোঁয়া প্রশ্নের পাহাড়।

 

মধ্য পথেই রণ ভঙ্গ করে

পরাজয় মেনে অবসরে যোদ্ধা।

কিসের লক্ষ্যে এতো লড়াই?

সবি মরীচিকা-সবি মিথ্যা।

জয়-পরাজয় মুখ্য নহে;

মুখ্য-কোন্‌ সে সত্য দ্রষ্টা?

পরাজিত হয়েও মুখে হাসি থাকে

যদি হয় সত্য নিষ্ঠা।

 

তপ্ত আগুনের এতো পরশ

তবুও শুধু বেহুদা ধোঁয়া।

ভেজা কাঠের কূট ছলনা

আর মিথ্যে আগুনের ছায়া।

একবার এসে দেখে যেও

মিথ্যে আগুনের ছায়ায় জ্বলছে দু’নয়ন।

নোনা জ্বলে ঝাপসা দৃষ্টি

থামিয়ে দিয়েছে নির্বিক দু’চরণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top