Top today
মিতা ও আমার কাব্য
মিতা ও আমার কাব্য
মো: ওবায়দুল ইসলাম
প্রেম ভালবাসা ? এর মধ্যে না যাওয়াই ভাল,
শুধু কেড়ে নেয় সুখ, জীবনের আলো।
আমি মিতাকে ভালবাসি, জীবনের চেয়ে বেশি।
সর্বদা ছায়া হয়ে আমার পিছু পিছু থাকে,
আমার শিরায় উপশিরায় শুধু তাকে ডাকে।
আমার অস্থি মজ্জায় মিতা মিশে আছে,
দেহ বিনা সব পড়ে আছে তার কাছে।
অথচ তাকে পাওয়া হল না,পাই শুধু বেদনা !
আমি দারিদ্র-মিতাও তার পিতামাতার
কাছে অসহায়
নারী মাত্রই অসহায়, আর কি পাওয়া হয় !
হয়নি পাওয়া ; অথচ ভাল বাসাবাসি
মরন আমার দরজায়, আর সে করে হাসাহাসি।
২২ জুলাই ২০০৮