Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

শরৎ কাব্য

: | : ১৬/০৮/২০১৩

শরৎ কাব্য

11111

এসেছে শরৎ

আজ তন্দ্রাচ্ছন্ন কাশবনে

ঢেউয়ের মাতম।

থোকা থোকা নীল সাদা-

সাদা নীল আকাশ।

আর-

আকাশে সূর্যের ফাঁকে ফাঁকে

ছুটে চলে মাতাল প্রায়

সাদা মেঘের আনাগোনা।

 

এই বুঝি ঝড়ে পড়ল

সবগুলি মেঘ, ভাসিয়ে নিল

পথ ঘাট মাঠ।

আবার এই বুঝিবা

প্রখঢ় রৌদ্র তাপে মস্তক পুড়ে।

এসেছে শরৎ; প্রকৃতিকে মাতালে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top