শরৎ কাব্য
শরৎ কাব্য

এসেছে শরৎ
আজ তন্দ্রাচ্ছন্ন কাশবনে
ঢেউয়ের মাতম।
থোকা থোকা নীল সাদা-
সাদা নীল আকাশ।
আর-
আকাশে সূর্যের ফাঁকে ফাঁকে
ছুটে চলে মাতাল প্রায়
সাদা মেঘের আনাগোনা।
এই বুঝি ঝড়ে পড়ল
সবগুলি মেঘ, ভাসিয়ে নিল
পথ ঘাট মাঠ।
আবার এই বুঝিবা
প্রখঢ় রৌদ্র তাপে মস্তক পুড়ে।
এসেছে শরৎ; প্রকৃতিকে মাতালে।