Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ছিন্নমূল

: | : ১৭/০৮/২০১৩

চাল নেই, চুলো নেই
ঘুরি পথে পথে রাতদিন
ছিন্নমূল জীবনের এই ওঠা বসা
জানি, সব অর্থহীন

তবু বাঁচি, বাঁচতে ইচ্ছা করে
কারণ, আমি তো জানি
এর পরও জীবনের চেয়ে
শ্রেষ্ঠ কিছু নেই
এর চেয়ে বেশী সুখ আর কিসে আছে?

দুঃখের আড়ালে বসে
সুখ হাত তালি দেয়
তার শব্দ কেউ শোনে শরীরের কানে
কেউ হৃদয়ের কানে শোনে
কেউ বেঝে, বোঝে না তা কেউ
লোকে লোকে হয়ে যায় এখানে তফাৎ।

আরেক তফাৎ হয়
অর্থ আর আভিজাত্য দিয়ে
তার ফেরে পড়ে গেছি ছিন্নমূল আমি

তুমিই ডেকেছো, আবার তুমিই
নির্বিকারে আমাকে ছেড়েছো

একেক বার ভেবেছি
বিরাট টাকার স্তুপ
বাড়ি গাড়ি
তোমার চেয়েও রূপবতী নারী
সব কিছু নিয়ে ফেলি তোমার সমুখে
বলি, দেখো এই আমি তুচ্ছ কেউ নই।

অথচ দুঃখের কথা এই
এ জীবন সে জীবনে কোন ভেদ নেই।
কোথাও তোমার কোন স্পর্শ নেই
গন্ধ নেই, উপস্থিতি নেই
এ এক করুণ হার
যার কোন প্রতিশোধ নেই

তুমি ছাড়া
অর্থ বিত্ত সব থেকে মহাছিন্নমূল
তাই
দু’একটা সুযোগের অপব্যয় করে
ফিরে আসি পুনরায় পথে
চালহীন, চুলোহীন নির্মম জীবনে
এইটুকু স্বস্তি বুকে নিয়ে
আমি তো প্রকাশ্যে ফিরি
তুমি ফের গোপনে গোপনে…….!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top