Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তোমার ছবিটা আমি ফিরিয়ে দিয়েছি

: | : ১৭/০৮/২০১৩

তোমার ছবিটা আমি
ফিরিয়ে দিয়েছি।
এক খণ্ড মসৃণ কাগজে
স্থির হয়ে আটকে থাকা তোমাকে
বেশ সুন্দরীই লাগছিলো
ঠোঁট, ভুরু, চোখ,নাক
নিখুঁত উঠেছে।
ঘুরিয়ে ফিরিয়ে যতোবার দেখি
শুধু দেখি নিখুঁত উঠেছে।

কিন্তু বড়ো স্থির !

আমার হৃদয়ে আছো তুমি
বাস্তবেও আছো।
কল্পনায় চোখ মেলে
যতোবার তোমাকে দেখেছি
ততোরূপে দেখা দিলে
বাস্তবেও তুমি তাই।
কল্পনায় কতো বেশি প্রাণবন্ত তুমি!
কতো যে উচ্ছ্বল !
বাস্তবে তো আরো ঢের বেশি!

কিন্তু ছবিতে তুমি স্থির হয়ে গেছো!

আমার হৃদয়ে তুমি
স্বাধীন হরিণী..
কাজ নেই
প্রাণহীন কাগজে তোমার
বন্দী দশা দেখে !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top