Top today
বিরহের গান
তুমি আজ আমায় ছেড়ে,
আছো কেন এত দূরে?
ভুলে কি গেছো তুমি?
আছো আমার হৃদয় জুড়ে।
কেন তুমি পাশে নেই?
কেন শোনাওনা ভালোবাসার গান?
কেন আজ একা আমি?
কেন কাঁদে আমার মন-প্রাণ?
নির্ঘুমে কাটে প্রতিটি রাত
তোমার অপেক্ষায় কাটে দিন।
বেঁচে থেকেও মৃত আমি
তোমায় ছাড়া জীবন মূল্যহীন।
শুনতে কি পাওনা তুমি!!
বেদনায় নীল হৃদয়ের আহবান।
কেন তবে আসোনা ছুটে?
ফেলে সব বাধা,পিছুটান।
ফিরে কি আসবে তুমি?
বলো,আসবে? ভালোবাসার টানে।
জীবন কি ভরিয়ে দেবে?
হাসি আনন্দ আর গানে।