Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

দু ‘ চোখ আমার

: | : ১৮/০৮/২০১৩

সওর হলাম আশাকে ঘোড়াকে করে তার ‘পরে
বালুময় দূর্গম পথে; বলব-কিছু কথা,
বৃহৎ এ আশাটা মানায় নি বুকের ঘরে
ব্যর্থ হয়ে ফিরে আসি। দুঃখ পাই অযথা।
ব্যর্থতার গ্লানি আছে, নেই সুখের আশ্বাস,
দু’চোখ আমার-শ্রাবনের অঝোর আকাশ।
(সংক্ষিপ্ত)

সুখালয়,নিমহাওলা
২৫ জুলাই ২০০৬

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top