Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

”নতুন করে”

: | : ১৮/০৮/২০১৩

নতুন করে চাইলেই কি
যায় কি করা শুরু?
সময় কি কারো লাগি
হারিয়ে যাওয়া গরু?
খুঁজে খুঁজে দড়ি ধরে
ফিয়িয়ে আনবে গোয়ালে,
ওলান চেপে দুধ দোহাবে
রাত খানি পোহালে।
রাজা বাদশার দার দারে না
নিকুচি করে হুকুম,
কাকুতি মিনতি গ্রাহ্য নহে
নহে কারো কুটুম।
পারবো কি ফিরে যেতে?
আপন ছোট্ট বেলায়,
আবদার আর বায়না ধরে
মেতেছিলাম খেলায়।
সময় নদী বহে গেছে
গেছে অনেক দুরে,
যে জল গড়িয়ে গেছে
আসবে কি আর ফিরে?
চাইলেই কি বুড়ো কভূ
হতে পারে তরুণ?
নতুন করে কেম্‌নে তবে
শুরু করি বলুন?
জানি তো চাইলেই সব
যায় না করা শুরু,

শিক্ষা নিয়ে এগিয়ে যায়

নয় তো যারা ভীরু।

বুদ্ধিমান তারে বলে

নয় থেমে থাকা।

অতীত থেকে জ্বালানী নিয়ে

ঘুরায় জীবন চাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top