লিমেরিক

মাদক ছোবল
মাদক ছোবলে মরছে যারা না জানি কোন সুখে
বুকের মানিক মারছে ছুরি মারছে নিজের বুকে।
এভাবে আর চলবে কদিন,
ফিরবে কি সেই সুদিন,
না হলে যে স্বপ্ন সবার বিনাশ হবে-কাঁদবে সবাই দুঃখে।
ব্যাঙ ডাকে
বর্ষাকালে ব্যাঙ ডাকে
ঘ্যাঙর ঘ্যাঙর করে।
লাফ দেয়,
ডুব দেয়,
সোনামনির দেখে।