Top today
অগ্নি ছেলে
আমারে একটা বন্ধুক দেও
আমারে একটা বন্ধুক দেও,
বার বার ডেকে বলে
অনেক সয়েছি
আর সইব না
বলে অগ্নি ছেলে।
ওরা আমার মাকে মেরেছে লাথি
আর বাপকে করেছে গুলি
আমার উঠুনে খাড়া হয়েই
আমার ঘর দিয়েছে জ্বালি,
ঘরের ভেতরে পোড়ে মরেছে
আমার ছোট্ট ভাই
আমারে একটা বন্ধুক দেও
আজ ওদের আর রক্ষা নাই ।
আগুনে ঘর পোড়ছে
বুক জ্বলছে ক্রোধে
আমারে একটা বন্ধুক দেও
যুদ্ধে যাবো যুদ্ধে !