Top today
আপনার লেখা ছড়িয়ে দেবার জন্য আমাদের উদ্যোগ
আমরা প্রথম থেকেই চেষ্টা করছি অন্যান্য ব্লগের সাথে আমাদের ভিন্নতা তুলে ধরতে। আর তারই ধারাবাহিকতায় আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে চলন্তিকাতে প্রথম প্রকাশিত যে কোন উপন্যাসকে আমরা ইবুক আকারে প্রকাশ ও লক্ষাধিক পাঠককে ইমেইল করার আগ্রহ প্রকাশ করছি। আপনার যদি কোন নতুন উপন্যাস থেকে থাকে তবে তা এখানে ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকুন। প্রকাশ শেষ হলে সেটি আমরা লক্ষাধিক ইমেইল ঠিকানাতে মেইল করে দিব। এভাবে আপনার লেখাটি বহুজনের মাঝে ছড়িয়ে পড়তে পারে। এর জন্য আপনাকে কোন খরচ বহন করতে হবে না। আপনার লেখালেখির পথচলাতে আমরা থাকতে চাই আপনার সাথে।