Top today
খুনসুটি
আমার সিথানে যদি
শিস দেয় রাত জাগা পাখি
তাতে তোর কি?
সেই ডাকে মন যদি
উড়ু উড়ু করে
তাতে তোর কি?
আমার খোঁপায় যদি
কেউ দেয় নীল বুনোফুল
তাতে তোর কি?
কথা শুনি নাই বলে
কেউ যদি চুলে দেয় টান
তাতে তোর কি?
কারো চিঠি কেড়ে যদি
বুকে গুঁজে রাখি
তাতে তোর কি?
ভেবেছিস, তোর কোন
কথাই জানি না ?
একদিন সব কিছু
করে দেবো ফাঁস !
তখন দেখবো তোর
ওই মুখ কোথায় লুকাস !